কে তুমি আমায় সারাক্ষণ তোমার কথায় ভাবাচ্ছো
আমার দম্ভে আঘাত করে এটা
কিন্তু আমি জেগে উঠি
আমার চেহারা হয়ে যায় লাল
আর হৃদয়স্পন্দন যায় বেড়ে
আমি আমাকে নিয়ন্ত্রণে রাখতে পারছি না
হয়ে যাচ্ছি হতবুদ্ধ
তুমি যেনো এক মুঠো বালি
আমি ভাবি তোমাকে পেয়ে গেছি,
কিন্তু তুমি হাত ফসকে বের হয়ে যাও
তোমাকে সহজে পাইনা তাই তোমাকে আরো বেশি চাই
আমার হৃদয় আসলে বুঝতে চাইনা
মানে আসলেই!
তুমি কি আমার নিঃশ্বাসে বুঝতে পারো
তোমাকে কতটা চাই
এমনকি যখন তোমাকে দেখি
তোমার শূন্যতা অনুভব করি
আমি এগুলায় খারাপ
তুমি কি আমায় মুক্ত করবে না?
বাবু,আমাকে শক্ত করে ধরো
যেন ফেটে যাবো
ভাবা বন্ধ করোনা কেন এটা এতো কঠিন
চুম্বন করো যেন
এটা একেবারে বাস্তবে হওয়ার মতো
যেন আমি তোমার শেষ ভালোবাসা
আমিই যেন তোমার শেষ
আমিই যেন শেষ
যেনো এটাই আমাদের শেষ রাত, love
আমিই যেনো তোমার শেষ
আমিই যেনো শেষ
যেনো নেই কোন আগামীকাল ,love
আহ,আমি প্রেমে পরেছি,বাবু
তুমি পারলে আমাকে ধরো
আহ,তোমাকে সবই দিয়েছি
বলো আমি সুন্দরী আর জঘন্য
'কারণ আমরা আমাদের ভালোবাসা পাবো করতে পারো বাজি
Black আমরা পাবো ডাবল
তারা এক গাদা whoa!
আমি হবো Boniee and
তুমি হও আমার Clyde
আমরা চড়ি অথবা মরি
Xs and Os
প্রতিটি টিকটকে(ঘড়ির কাটার শব্দে)
আমি আরো মরিয়া হয়ে যায়
তুমিই আমার দুনিয়া
এবং আমি তোমার শূন্যতা অনুভব করছি
আমি এতে খারাপ
তুমি কি আমায় মুক্ত করবেনা
বাবু,আমাকে শক্ত করে ধরো
যেন ফেটে যাবো
ভাবা বন্ধ করোনা কেন এটা এতো কঠিন
চুম্বন করো যেন
এটা একেবারে বাস্তবে হওয়ার মতো
যেন আমি তোমার শেষ ভালোবাসা
আমিই যেনো তোমার শেষ
আমিই যেনো শেষ
যেনো এটাই আমাদের শেষ রাত, love
আমিই যেনো তোমার শেষ
আমিই যেনো শেষ
যেনো নেই কোন আগামীকাল ,love
One two three,
এটা নতুন এক শুরু
আমি আর ফিরে তাকাবো না
যদি তোমার উপর পরে যায়,
দয়া করে ধরো আমায়
এই পৃথিবী আমাদের থামাতে পারবেনা
বাবু,আমাকে শক্ত করে ধরো
যেন ফেটে যাবো
ভাবা বন্ধ করোনা কেন এটা এতো কঠিন
চুম্বন করো যেন
এটা একেবারে বাস্তবে হওয়ার মতো
যেন আমি তোমার শেষ ভালোবাসা
আমিই যেনো তোমার শেষ
আমিই যেনো শেষ
যেনো এটাই আমাদের শেষ রাত, love
আমিই যেনো তোমার শেষ
আমিই যেনো শেষ
যেনো নেই কোন আগামীকাল ,love
Subtitle by Saymoon Islam Shuvo